গাজীপুরের নতুন এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব পালন করা ড. চৌধুরী মো. যাবের সাদেক।
বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, নিয়োগ পাওয়া ড. চৌধুরী মো. যাবের সাদেক বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ২১ সেপ্টেম্বর পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন। পরে এসপি হিসেবে তিনি পুলিশ টেলিকম বিভাগে এবং পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তিনি পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে নিয়োগ দায়িত্ব পালন করছেন। ড. চৌধুরী মো. যাবের সাদেক ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
ড. চৌধুরী মোঃ যাবের সাদেক হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য : গত ২৪ সেপ্টেম্বর গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ আবুল কালাম আযাদ অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন। পরে গত ১৭ অক্টোবর অতিরিক্ত ডিআইজি হিসেবে মোঃ আবুল কালাম আযাদকে ময়মনসিংহ রেঞ্জে পদায়ন করা হয়েছে।