শ্রীপুরে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড এলাকায় এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত হাসিবুল ইসলাম (৪০) বরিশালের বানারীপাড়ার ইপুহার এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় শ্বশুর বাড়িতে থেকে ফার্মেসিতে ওষুধের ব্যবসা করতেন হাসিবুল ইসলাম। ওইদিন তিনি ঢাকায় স্ত্রীকে নিয়ে বেড়াতে যান। রাত আড়াইটার দিকে তিনি স্ত্রীসহ বাসায় ফিরছিলেন। এ সময় বাড়ির পাশে রুবেলসহ ৩-৪ জন কিশোর তাদের গতিরোধ করে। পরে তাদের মধ্যে তর্ক ও বিতর্ক হয়। একপর্যায়ে হাসিবুলের স্ত্রীকে চড় মারলে তাদের মারামারি হয়। এ সময় রুবেলসহ ওই ৩/৪ জন হাসিবুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে হাসিবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।