বিমানবন্দরে খালেদা জিয়া, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

গাজীপুর কণ্ঠ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ইতোমধ্যে গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছেছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। তাকে বহন করা গাড়ি গুলশান-২ এর গোলচত্বর ও কাকলী গোল চত্বর হয়ে রাত পৌনে ১১টার কিছু পর বিমানবন্দরে পৌঁছান। এরপর কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে ঢাকা ত্যাগ করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এদিকে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা যায়। বিকেল থেকেই নেতাকর্মীরা গুলশানে জড়ো হতে থাকেন। বিকেল থেকেই ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর দেখা গেছে।
খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছে।
খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য ছাড়া চিকিৎসক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ সফরসঙ্গী হবেন মোট ১৬ জন। যাত্রাপাথে কাতারে এক ঘণ্টার বিরতি থাকবে।
বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানান, আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিকসরা থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের ছয়জন সদস্য এই বিমানে যাবেন। তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নূরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।
এছাড়া খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী যাবেন।