গাজীপুরে শিক্ষকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম।

শনিবার (১১ জানুয়ারি) গাজীপুর মহানগরের চান্দনা এলাকার সিটি কলেজের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা হয়।

গাজীপুর সিটি কলেজের সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরা বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ ড. আব্দুল মোত্তালিব, অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক আনোয়ার সাদাত, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো. মাফিকুর রহমান প্রমুখ।

সভায় বিএনপি নেতা ডা. মাজহারুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা সংস্কার কর্মসূচিতে দেশের অবহেলিত শিক্ষক সমাজের প্রাপ্য সম্মান এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিনাভোটের পতিত ফ্যাসিস্ট সরকার বিগত ষোল বছরে সীমাহীন দুর্নীতি, লুটপাট, গুম, হত্যা এবং অমানবিক জুলুম নির্যাতনের মাধ্যমে দেশে ভয়ংকর বাকশালি অপশাসন কায়েম করেছিল। তারা গণতন্ত্র, বাকস্বাধীনতা, অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাসহ সকল রাষ্টীয় প্রতিষ্ঠান এমনকি দেশের সার্বভৌমত্বকেও ধ্বংস করেছিল।

তিনি আরো বলেন, শহীদ জিয়ার সর্বশ্রেষ্ঠ এবং কালজয়ী সংস্কার হলো দ্বিধাগ্রস্ত জাতির সামনে একাত্তরের ২৬ মার্চে মহান স্বাধীনতার ঘোষণা। তারপর, শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বহুবিদ অসামান্য সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, আধুনিক বাংলাদেশ, সংসদীয় গণতন্ত্র, নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকার, নারী শিক্ষা, স্বনির্ভর আন্দোলন, খালকাটা, নিরক্ষরতা দূরীকরণ অভিযান ইত্যাদি কর্মসুচি– বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছে। স্বাধীনতার তিপ্পান্ন বছরে শুধুমাত্র বিএনপির গণমূখী সংস্কারের কারনেই জাতি সামনের দিকে ঘুরে দাঁড়িয়েছে। আর, বিভিন্ন স্বৈরাচারের গণবিরোধী কুসংস্কারের কর্মকাÐ জাতিকে পেছনে ঠেলে দিয়েছে।

Related Articles

Back to top button