পূর্বাচলে প্লট জালিয়াতি, শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের ৬ জনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা, রাজউক ও গৃহায়নের কর্মকর্তাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, “সায়মা ওয়াজেদ (পুতুল) নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে তার মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ বরাদ্দ নিয়েছেন।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার; সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার; অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন; সচিব মো. শহীদ উল্লা খন্দকার; রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাসহ আরও অনেকে।