তামাক চাষ দেশের ৩০% বনভূমি ধ্বংসের জন্য দায়ী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : তামাক চাষ দেশের ৩০% বনভূমি ধ্বংসের জন্য দায়ী। এছাড়াও তামাকের কারণে বাংলাদেশে প্রতিদিন ৪৪২ জনেরও বেশি মানুষ মারা যাচ্ছেন।

সোমবার (১৩ জানুয়ারি) গাজীপুর সিটি কর্পোরেশনে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য উঠে আসে।

সভাটি আয়োজন করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) এবং গাজীপুর সিটি কর্পোরেশন।

সভায় জানানো হয়, তামাক চাষ দেশের ৩০% বনভূমি ধ্বংসের জন্য দায়ী। এছাড়া খাদ্য উৎপাদনের জায়গা দখল করায় এটি খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। তামাক সেবনের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের দীর্ঘ মেয়াদী রোগ (অ্যাজমা, বা হাঁপানি), ডায়াবেটিস, বার্জার ডিজিজসহ (পায়ের পচন রোগ) বিভিন্ন অসংক্রামক রোগ হয়ে থাকে। তামাক সেবনে হাড়ের ঘনত্ব কমায়, দাঁত ও মাড়ির ক্ষতি হয়। তামাক সেবনকারীদের মুখের ক্যান্সারের ঝুকি দ্বিগুন বৃদ্ধি পায়। বাংলাদেশে পাবলিক প্লেসে এবং পাবলিক পরিবহনে (রেস্টুরেন্টে ৪৯.৭%, পাবলিক পরিবহনে ৪০%, কর্মক্ষেত্রে ৪২.৭% এবং বাসাবাড়িতে ৩৯%) পরোক্ষ ধূমপানের শিকার হন। প্রত্যক্ষ ধূমপানের পাশাপাশি পরোক্ষ ধূমপানও সমান ক্ষতি কর। ২০১৮-১৮ অর্থ বছরে চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারনোসহ তামাক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত সরাসরি অর্থনৈতিক ক্ষতি ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। একই সময়ে তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয় ২২ হাজার ৮১০ কোটি টাকা।

সভায় সভাপতিত্ব করেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)-এর উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার আলী। প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব নমিতা দে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরপ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলাম। বক্তব্য রাখেন সিটিএফকেপ্রোগ্রামস ম্যানেজার মোঃ আব্দুস সালাম মিয়া।

বিশেষজ্ঞদের মতে, জনস্বাস্থ্য রক্ষায় এবং অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সচেতনতা, কঠোর নীতি, এবং আইন প্রয়োগই একমাত্র পথ।

Related Articles

Back to top button