অর্থ পাচার মামলায় ডেসটিনির এমডি রফিকুলসহ ১৯ জনের ১২ বছর কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : অর্থ পাচার মামলায় বিতর্কিত বহু স্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও আরও ১৮ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
রফিকুল আমিন, তার স্ত্রী ফারাহ দিবা এবং ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। জামিনে আছেন ডেস্টিনির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ।
এই মামলার আসামিদের মধ্যে আরও ১৫ জন পলাতক রয়েছেন।