কালীগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালীগঞ্জের মেন্দিপুর ও জামালপুর এলাকায় থাকা মেসার্স ফারুক ট্রেডার্স এবং আর.এফ.এস ব্রিকস নামে দুইটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছিল। বৃহস্পতিবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ইটভাটা দুটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে ইটভাটা দুটির চিমনি এবং কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো: মকবুল হোসেন (প্রসিকিউটর), সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক উম্মে হাবিবা জোহরা এবং স্থানীয় পুলিশ সদস্য। অধিদপ্তরের রিসার্চ অফিসার মো: মকবুল হোসেন (প্রসিকিউটর), সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক উম্মে হাবিবা জোহরা এবং স্থানীয় পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিল।

Related Articles

Back to top button