প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই ‘নির্বাহী আদেশের ঝড়’ তুলবেন, ট্রাম্পের প্রতিশ্রুতি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট পদে ফিরে আসার প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই তিনি নির্বাহী আদেশের ঝড় তুলবেন। শপথ গ্রহণের পর কয়েক ঘণ্টার মধ্যে দ্রুতগতিতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে তিনি সমর্থকদের আশ্বস্ত করেন। খবর বিবিসি।

সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প।

এর আগে ওয়াশিংটন ডিসির অ্যারেনায় হাজারো উচ্ছ্বসিত সমর্থকের উপস্থিতিতে আয়োজিত বিজয় র‍্যালিতে ভাষণ দেয়ার সময় ট্রাম্প আগামী চার বছরের জন্য তার পরিকল্পনার আভাস দেন।

এসময় তিনি প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ব্যাপক পরিসরে অনেকটা একতরফা ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। যার মধ্যে রয়েছে গণ-নির্বাসন কার্যক্রম চালু, পরিবেশগত নিয়ম-নীতিতে কাটছাঁট এবং বৈচিত্র্য সম্পর্কিত কর্মসূচি বন্ধ করা।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমরা আমেরিকাকে প্রথম স্থানে রেখেছি এবং এটি আগামীকাল থেকেই শুরু হবে। আগামীকাল টেলিভিশন দেখতে আপনাদের অনেক মজা হবে।

সোমবার ট্রাম্প ২০০টিরও বেশি নির্বাহী পদক্ষেপ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে থাকবে আইনগতভাবে বাধ্যতামূলক নির্বাহী আদেশ এবং ঘোষণার মতো প্রেসিডেন্ট নির্দেশনা, যা সাধারণত বাধ্যতামূলক নয়।

ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের প্রতিটি চরমপন্থী ও অযৌক্তিক নির্বাহী আদেশ শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল করা হবে বলে জানান ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাহী আদেশের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচি জোরদার করবেন। সে সঙ্গে, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডজ) গঠন করবেন, ১৯৬৩ সালে জন এফ কেনেডি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট নথি প্রকাশ করবেন, সেনাবাহিনীকে আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির নির্দেশ দেবেন এবং সেনাবাহিনীতে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) নীতিমালা বাতিল করবেন।

তিনি সমর্থকদের আরো বলেন, তিনি ট্রান্সজেন্ডার নারীদের মহিলা ক্রীড়া বিভাগে অংশগ্রহণ বন্ধ করবেন এবং শিক্ষার নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেবেন।

ট্রাম্প তার সমর্থকদের বলেন, আপনারা এমন নির্বাহী আদেশ দেখতে পাবেন যা আপনাদের অত্যন্ত খুশি করবে। আমাদের দেশকে সঠিক পথে পরিচালিত করতে হবে।

প্রেসিডেন্টরা সাধারণত অফিসে যোগ দেয়ার পর নির্বাহী পদক্ষেপ নেন। তবে ট্রাম্পের প্রথম দিনের আদেশের সংখ্যা তার পূর্বসূরিদের ছাপিয়ে যেতে পারে এবং অনেক আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

ট্রাম্প সোমবার তার নির্বাহী পদক্ষেপের মাধ্যমে অবৈধ অভিবাসনকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দুতে ছিল।

তবে বিশেষজ্ঞদের মতে, লক্ষ লক্ষ অনথিভুক্ত অভিবাসীকে দেশ থেকে বিতাড়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে দরকার বিশাল কর্মতৎপরতা এবং এর ব্যয় হতে পারে শত শত বিলিয়ন ডলার।

ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকদের নেতৃত্বে ক্যাপিটলে ঘটে যাওয়া দাঙ্গায় অংশগ্রহণের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণাও করতে পারেন। তিনি সে দাঙ্গায় জড়িতদের ‘জিম্মি’ হিসেবে উল্লেখ করে বলেন, সোমবার আমি যে সিদ্ধান্ত নেব তাতে সবাই খুব খুশি হবে।

Related Articles

Back to top button