বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, হাসপাতালে ৭

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের ভিতরে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজে জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন(২৫), কবি নজরুল কলেজের ছাত্র আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ (২৪)।
তাদেরকে হাসপাতলে নিয়ে আসা দীপ্ত সংবাদ মাধ্যমকে জানান, কয়েক দিন আগে ডেমরা থানা এলাকায় এক মতবিনিময় সভা ছিল। মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এক মাদ্রাসা ছাত্রকে মারধর করে। ওই ঘটনা নিয়ে বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারে দ্বিতীয় তলায় বৈষম্যবিরোধীদের আলোচনা সভা ছিল। এই সময় কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ ও নাঈমুর রশিদসহ আরো অনেকেই রুমের সাটার বন্ধ করে হামলা চালায় এতে অনেকেই আহত হন বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, বাংলামোটর এলাকা থেকে আহত হয়ে সাত জন ঢাকা মেডিকেলে এসেছে তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের হাতে মাথায় শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
মারামারির কারণ সম্পর্কের জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহিদ আহসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘তারা কারা এবং কী নিয়ে মারামারি করেছে তা এখন পরিষ্কার নয়। এ বিষয়টি নিয়ে আমরা একটা মিটিং করছি। কিছুক্ষণ পর এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সংবাদ মাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।