ইতালি থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। পরে ২৫০ যাত্রী ও ১৩ বিমান ক্রু নিয়ে শাহজালালে নিরাপদে অবতরণ করে বিমানটি।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষকে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। নিরাপদে অবতরণ করার পর ফ্লাইটটির চারপাশ ঘিরে রাখা হয়। পরে তল্লাশি করা হলেও ভেতরে কোনো কিছু পাওয়া যায়নি।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা বিমানের রোম থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাই। সেই ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। এতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন বিমান ক্রু ছিল। আমরা সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। সেই ফ্লাইটটিতে টার্মিনালে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

Related Articles

Back to top button