উচ্ছেদ অভিযানে ‘নকল সাংবাদিক’: পুলিশে দিলেন ম্যাজিস্ট্রেট

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রাম নগরের পরিবেশ অধিদফতর সংলগ্ন পাহাড়ে উচ্ছেদ অভিযান চলাকালে মিথ্যা পরিচয় দেয়া এক ‘নকল সাংবাদিককে’ ধরে পুলিশে দিয়েছেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ওই এলাকা থেকে অবৈধভাবে গড়ে উঠা অন্তত ৫০টি ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।

বুধবার (৩ জুন) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বলেন, আটক ‘কথিত সাংবাদিক’ রনি হোসেন নিজেকে দৈনিক ‘দিন প্রতিদিন’ নামের একটি জাতীয় পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। পাহাড়ে উচ্ছেদ অভিযান শুরুরে আগে তিনি আমাদের কাছে এসে নিজেকে সাংবাদিক হিসেবে জাহিরের চেষ্টা করেন।

‘আমরা তার কাছে জানতে চাই, চট্টগ্রামে কতদিন ধরে কাজ করছেন? রনি উত্তর দেন, ৪-৫ মাস হচ্ছে। এরপর আমি তাকে জিজ্ঞেস করি, সাংবাদিকতার সঙ্গে আপনার কতটুকু সংশ্লিষ্টতা আছে সেটা আমরা দেখে নিতে চাই। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতির নাম বলুন। রনি জবাব দেন, আমি এখনো শিখতেছি!’

মো. তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘আমরা উনার কাছে কিছু বেসিক প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি এর কোনো জবাব দিতে পারেননি। চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সরকারের তথ্য উপদেষ্ঠার নাম কিছুই তিনি বলতে পারেননি। তাই সবার উপস্থিতিতেই ভুয়া সাংবাদিক রনিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার সাংবাদিকতার কথিত আইডি কার্ড জব্দ করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।’

সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন বলেন, ‘বর্ষায় ভারী বর্ষণে পাহাড় ধসের মতো কোনো দুর্ঘটনা ঘটলে যাতে প্রাণহানি না হয় সেজন্য পরিবেশ অধিদফতর সংলগ্ন পাহাড়ে উচ্ছেদ অভিযান চালিয়ে ৫০টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button