মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের রথখোলায় শুরু হয়েছে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের ২০ দিন ব্যাপী রথযাত্রা ও রথমেলা।

বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলা উদ্বোধন করেন।

gazipurkontho

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সময় আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভুঁইয়া, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মুকুল কুমার মল্লিক প্রমুখ।

আলোচনা সভা শেষে রথ টান অনুষ্ঠিত হয়। রথ টানে হিন্দু সম্প্রদায়ের কয়েকশ’ ভক্ত নর-নারী অংশগ্রহণ করেন।

২০ দিন ব্যাপি মেলা উপলক্ষে শহরের রথখোলা এবং আশপাশ এলাকার রাস্তার দু’ধারে প্রায় ২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে মুড়ি-মুড়কি, খেলনা, তৈজষপত্র, আসবাবপত্রসহ নানা বাহারি সব জিনিস নিয়ে বসেছেন দোকানিরা। মেলায় নাগরদোলা ও সার্কাসেরও আয়োজন রয়েছে। আগামি ১২ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।

 

সূত্র : রাইজিংবিডি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button