কোনাবাড়িতে পুরাতন কাগজ-কার্টুনের গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় পুরাতন কাগজ-কার্টুনের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত পৌণে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: জাকারিয়া খান জানান, রাত পৌণে ২টার দিকে আমবাগ এলাকার মুকিম মিয়ার মালিকানাধীন পুরাতন কাগজ-কার্টুনের গুদামে আগুন লাগে। মূহুর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী একটি বাড়িতে লাগে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গুদাম ও গুদামে থাকা কাগজ, কাটুনসহ মালামাল এবং পাশ্ববর্তী বাড়ির দুইটি ঘর ও মালামাল পুড়ে গেছে।
ফায়ার স্টেশনের ওই কর্মকর্তা আরো জানান, আগুনে মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল। বিড়ি/ সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।