রামপালে বাস উল্টে নিহত ৩
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও খুলনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরাফাত পরিবহনের নৈশ কোচটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মোংলা যাচ্ছিল। ভোররাত পৌনে চারটার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম মো. কামরুল ইসলাম। তিনি বাসচালকের সহকারী ছিলেন। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।