জয়দেবপুর বাজারে মোবাইল কোর্ট: ৯৮ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে আট দোকান মালিককে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম এর নির্দেশে বুধবার  মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

“ওজন ও পরিমাপ মানদন্ড আইন- ২০১৮” এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে মানিক বস্ত্রালয়কে ১৫ হাজার টাকা, ঢাকা স্টাইল টেইলার্স এন্ড ফেব্রিক্সকে ৫ হাজার টাকা, দুলাল সুইটমিট এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা, রসের মিষ্টিকে ৩৫ হাজার টাকা, মের্সাস রাফি এন্টারপ্রাইজকে ১০ হাজাল টাকা এবং “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০” এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় প্রান্ত এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পঙ্কজ ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং দুলাল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বিএসটিআই ইন্সপেক্টর, পাট অধিদপ্তরের ইন্সপেক্টর এবং আনসার বাহিনী সদস্যরা।

জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button