শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের পল্লীবিদ্যুৎ মোড় (মুলাইদ) এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত জানান, রাতে মহাসড়কের ময়মনসিংহগামী লেন পার পার হওয়ার সময় ওই যুবককে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরণে খয়েরি রঙের শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।