জয়ের রথেই আছে ম্যানসিটি
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে জয়ের রথেই আছে ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে ৬-১ ব্যবধানে জয় পাওয়ার পর শনিবার তারা জিতেছে ৩-১ ব্যবধানে। এবার তাদের প্রতিপক্ষ ছিল জাপানের ক্লাব ইয়োকোহামা এফ. মারিনোস।
জাপানের ক্লাবটির বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটেই কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় স্কাই ব্লুজরা। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ২৩ মিনিটের মাথায় মারিনোসের কেইটা এন্দো গোল করে সমতা ফেরান। অবশ্য ৪০ মিনিটে রহিম স্টার্লিং গোল পেলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।
বিরতির পর উভয় দল বেশ কিছু সুযোগ পায়। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। ম্যাচের অন্তিম মুহূর্তে (৯০+২) লুকাস মেচা গোল করে সিটির ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এরপর আগস্টের ৪ তারিখ ইংলিশ এফএ কমিউনিটি শিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।