ঠাকুরগাঁওয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ডিপজল কোচের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সকালের দিকে নিশাত নামক বাসটি যাত্রী নিয়ে যাচ্ছিল দিনাজপুরের দিকে। এ সময় অপরদিক থেকে যাত্রীবাহী ডিপজল কোচটি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পাথিমধ্যে সদর উপজেলার খোঁচাবাড়ি নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে সেখানে দুইজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান।
সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস থেকে হতাহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে হাজারও মানুষের ভিড় জমায়। এতে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া মানুষের ভিড়ে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের যানচলাচল বন্ধ রয়েছে।