পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে বাংলাদেশের মশা: মমতা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ডেঙ্গু ছড়ানোর পেছনে বাংলাদেশের মশার সক্রিয় ভূমিকা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ‘সবুজ বাঁচাও’ অভিযানের ডাক দিয়ে আয়োজিত এক পদযাত্রায় এমন আশঙ্কার কথা জানান তিনি।

মমতা বলেন, “‘বাংলাদেশে খুব ডেঙ্গু হচ্ছে। আমাদের বাড়তি সাবধানতা নিতে হবে। সীমান্ত এলাকায় মশা ও-পার থেকে এ-পারে আসে, এ-পার থেকে ও-পারে যায়। দু’পারেই অনেক লোক যাতায়াত করেন।’’

তিনি বলেন, “বাংলাদেশে কিছু হলে এখানে তার প্রভাব পড়ে। তাই সীমান্ত এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।”

মুখ্যমন্ত্রী সব মিলিয়ে ডেঙ্গু সংক্রমণের প্রবণতা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন বলে জানায় আনন্দবাজার।

সরকারি সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিকটি জানায়, বাংলাদেশে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৭ হাজার ১৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৭৭ জন। মারা গেছেন ১৪ জন।

কলকাতা পৌরসভার কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গু মোকাবিলার পদ্ধতি সম্পর্কে বুঝতে বাংলাদেশ প্রস্তাব পাঠিয়েছে। বিষয়টি বিবেচনাধীন বলেও প্রতিবেদনে বলা হয়।

এতে আরও বলা হয়, ইতোমধ্যেই পশ্চিমবঙ্গে ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা হাবরায়। জেলার সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ৫০-৬০ শতাংশ ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে এখানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button