কালিয়াকৈরে ২ ট্রাকের সংঘর্ষে দুই ট্রাকের চালকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিক্যাল কারখানার সামনে বিকল হয়ে দাড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের চালকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর সদর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)। আহতরা হলেন- জাহিদ (৩২) ও শামীম (৩৩)।
টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ওসি এ কে এম কাউসার ও স্থানীয়রা জানান, বালুভর্তি টাঙ্গাইলগামী একটি ট্রাক কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিক্যাল কারখানার সামনে মহাসড়কে বিকল হয়ে যায়। পরে এ ট্রাকের নিচে জগ লাগিয়ে মেরামতের কাজ করছিলেন চালক। ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলগামী সিমেন্টবাহী আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে সিমেন্টবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিজান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পেছনের ট্রাকের আরো দুইজন ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক দেলোয়ার আহত হন। পরে তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদীনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।