বেনামি চিঠিতে গাজীপুরের ডিসিকে হুমকি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে জেলা প্রশাসকের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, স্থাবর অস্থাবর সকল স্বার্থের উপর চরমভাবে আঘাত করা হবে।
এরকম হুমকি দিয়ে ডাকযোগে গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরকে একটি বেনামি চিঠি পাঠানো হয়েছে।
ওই বেনামি চিঠিটি ২০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে পৌছেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, হাতে লেখা চিঠির একটি অংশে লেখা আছে শতভাগ নিরপেক্ষ হয়ে যান। আপনার সকল কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী ৩ দিনের মধ্যে শতভাগ নিরপেক্ষতা প্রমাণ করতে না পারলে অ্যাকশন।
জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, চিঠি পাবার বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গাজীপুরের পুলিশ সুপার, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বরাবর চিঠি দেয়া হয়েছে।