অবৈধ ব্যাটারি ফ্যাক্টরিতে মোবাইল কোর্টের অভিযান: ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অবৈধভাবে পরিচালিত ‘এইচ কিউ লিড’ নামের অবৈধ ব্যাটারি ফ্যাক্টরিতে এবার মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন

অতিরিক্ত দূষক নির্গমণ করায় এইচ কিউ লিড ফ্যাক্টরি লিমিটেডকে পরিবেশ দূষন আইন ১৯৯৫ এর ৬নং ক্রমিক অনুসারে শনিবার (২৪ আগস্ট) এই অর্থদন্ড দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম এর নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলাম এর তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

অবৈধ ব্যাটারি ফ্যাক্টরির ভেতরের দৃশ্য।

উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

মোবাইল কোর্ট এর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলাম।

ফ্যাক্টরির দূষিত বর্জ্য।

প্রসঙ্গত: কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রশাসনের নাকের ডগায় উন্মুক্ত পরিবেশে নিশ্চিন্তে-নির্ভিগ্নেই কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের সংযোগ স্থলের ভাদার্ত্তী গ্রামে চলছিল অবৈধ ওই ফ্যাক্টরিটির কার্যক্রম।

এর আগে অবৈধভাবে পরিচালিত ফ্যাক্টরিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সচেতনতা মূলক একটি পোস্ট’ ভাইরাল হলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।

এরপর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রথমে গত ১৬ মে (বৃহস্পতিবার) তাৎক্ষণিক ফ্যাক্টরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।

gazipurkontho
বিদুৎ সংযোগ বিচ্ছিন্নের পর কৌশলে বন্ধের নোটিশ এভাবেই টাঙিয়ে রেখেছিল।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পরও কৌশলে বাহিরে বন্ধের নোটিশ টাঙিয়ে জেনারেটরের মাধ্যমে অবৈধ ব্যাটারি ফ্যাক্টরিটির কার্যক্রম চলচিল।

অবশেষে ১৮ মে (রোববার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিকের নির্দেশে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫’ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে চরমভাবে পরিবেশ দূষণ করার অপরাধে “এইচকিউ লিড” নামের ব্যাটারি ফ্যাক্টরিকে “সাময়িকভাবে” বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম।

এরপরও অবৈধ ব্যাটারি ফ্যাক্টরিটির কার্যক্রম চলচিল।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচকিউ লিড নামে ফ্যাক্টরিটির কোন রকম ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালনা করে চরমভাবে পরিবেশ দূষণ করছে।

সরেজমিনে দেখা যায়, ফ্যাক্টরির কারণে ওই এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এবং ফ্যাক্টরির দূষিত বর্জ্যের কারণে সংলগ্ন এলাকায় কোন ফসল ফলাতে পারছেনা কৃষকরা।

 

এ সংক্রান্ত আরো জানতে…

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে “সাময়িকভাবে বন্ধ” অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button