গাজীপুরে ফেনসিডিল-অস্ত্রসহ আটক ২
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে অবৈধ মালামালসহ দুজনকে আটক করেছে র্যাব-২। তারা হলেন- মো. মিজানুর রহমান (৩০) ও মো. রাফিক গাজী (২৮)।
শনিবার বিকেলে তাদেরকে আটক করা হয়। র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক রোববার বিকেলে এ তথ্য জানান।
আটকদের কাছ থেকে ১ হাজার ৪০ বোতল ফেন্সিডিল, ২টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন ও ১টি ট্রাক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে রাজধানীতে আসছে চোরাকারবারীরা। এ তথ্যে ভোগড়া বাইপাস মেড়ে র্যাব সদস্যরা অবস্থান নেয়। বিকেল সাড়ে ৩টার দিকে সন্দেভাজন ট্রাকটি আসলে থামার সংকেত দেয়া হয়। চালক ট্রাকটি থামিয়েই সঙ্গীসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় র্যাব সদসরা তাদের ধাওয়া করে আটক করে।
র্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে আটককারীরা গাড়ির কেবিনে লুকিয়ে রাখা ২টি পিস্তল-গুলি ও ক্যারিয়ারে থাকা ১ হাজার ৪০ বোতল ফেন্সিডিলের কথা স্বীকার করে।