শ্রীপুরে দুই যমজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে কিশোরী (১৬) দুই যমজ মেয়েকে ধর্ষণের অভিযোগে তাদের পিতাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ভিকটিমদের মা বাদী হয়ে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর তাকে গ্রেফতার করে পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষক ১৯৯৫ সালে বিয়ে করে। এরপর তার দুই যমজ কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের দেড় বছর পর এই আসামি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে। পরে দুই মেয়েকে নিয়ে প্রথম স্ত্রী তার বাবার বাড়ি চলে যান। সেখানে মাঝে মাঝে আসামি আসা-যাওয়া করতো। এক পর্যায়ে ২০১৭ সালের মে মাস থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে সে তার দুই কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে। এ ঘটনা থানা পুলিশ অথবা অন্য কাউকে জানালে যমজ দুই মেয়েসহ স্ত্রীকে হত্যা করার হুমকি দেয় আসামি। এ ভয়ে এতোদিন তারা থানা পুলিশ বা কাউকে বিষয়টি জানায়নি। পরে ভিকটিমের মা দুই মেয়েকে নিয়ে গাজীপুরে পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহারের কাছে গিয়ে ঘটনা খুলে বললে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। মামলা করায় ভিকটিম ও তাদের মা এখনও আতঙ্কে আছেন। জামিনে ছাড়া পেয়ে আসামি তাদের হত্যা করতে পারে বলে তারা শঙ্কায় রয়েছেন।

কিশোরীদের শারীরিক পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button