জাপানে ২ মার্কিন সামরিক বিমান বিধস্ত
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : জাপানে যুক্তরাষ্ট্রের দুটি মেরিন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান দুটিতে সাতজন মার্কিনি ছিলেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই কথা জানা যায়।
জাপানের ওকিনওয়াতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে হাজার হাজার মার্কিন সেনা কাজ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সেনারা দ্বীপটিতে অবস্থান করছে। এতে ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। দ্বীপের বাসিন্দাদের আন্দোলনের মুখেও মার্কিন সেনা ঘাঁটি সরানো হয়নি।
মেরিন কর্মকর্তারা জানান, বিধ্বস্ত বিমান দুটি ছিলো কেসি-১৩০ ও এফ/এ-১৮ মডেলের। হিরোশিমার কাছে ইয়াকুমিতে বিধ্বস্ত হয় বিমান দুটি। এখন পর্যন্ত একজনকে উদ্ধার করেছে জাপানি উদ্ধারকারী বাহিনী। তবে এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
মার্কিন সংবাদমাধ্যমগুলোও বিমান বিধ্বস্তের খবর জানিয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির সরকার।
এক টুইটে মেরিন জানায়, বৃহস্পতিবার ২ টার সময় িএই ঘটনা ঘটে। কেসি-১৩০ তে ৫ জন ও এফ/এ-১৮ বিমানে ২ জন ক্রু ছিলেন।
এক বিবৃতিতে মার্কিন মেরিন জানায়< আমরা জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর কাছে কৃতজ্ঞ। উদ্ধার হওয়া একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।