‘গার্লফ্রেন্ড’ অনুমতি পেলেও ‘বয়ফ্রেন্ড’ নিয়ে আপত্তি
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন খল অভিনেতা তাসকিন রহমান। সম্প্রতি ‘বয়ফ্রেন্ড’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করে কিছুটা সমালোচনার মুখে পড়েন তিনি। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমার একটি গান প্রকাশের পরই এই সমালোচনা শুরু হয়। ৪ মিনিট ২০ সেকেন্ডের এই গানে তাসকিনের নাচ বেশ দুর্বল মনে হয়েছে বলে অনেকেই মত দেন।
এদিকে শুটিং শেষে সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। কিন্তু সিনেমাটির আইটেম গানের দৃশ্য নিয়ে আপত্তি তুলেন সেন্সর বোর্ড। এরপর গানটি কর্তনের নির্দেশ দেয়া হয়।
সেন্সর বোর্ডের একটি সূত্র জানান, ‘নেশার লাটিম ঝিম ধরেছে’ শিরোনামের গানের সঙ্গে দৃশ্যগুলো আপত্তিকর ছিল বলে গানটি বাদ দিয়ে সেন্সর বোর্ড ছাড়পত্র প্রদান করেছে।
শাপলা মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বয়ফ্রেন্ড’ সিনেমায় তাসকিনের বিপরীতে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী সেমন্তী সৌমি। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে সৌমির। এছাড়া আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, অমিত হাসানসহ অনেকে।
অন্যদিকে বাংলাদেশ সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে ওপার বাংলার ‘গার্লফ্রেন্ড’ সিনেমাটি। বিনা কর্তনে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। আমদানি নীতিমালার আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় ‘গার্লফ্রেন্ড’ সিনেমাটি। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত এবং কৌশানি।