নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতে, প্রাণ গেল ২ পথচারীর
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে দুই পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগের কাগজপত্র থেকে জানা গেছে, তাদের নাম ডালিম (২০) ও মোবারক (২৭)। নরসিংদীর রায়পুরা উপজেলায় তাদের বাড়ি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় জানান, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দেয়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তার চালক ও হেলপারকেও আটক করা হয়েছে বলেও জানান পুলিশেল ওই কর্মকর্তা।