অসহায় মানুষের পাশে দাঁড়ালেন গাজীপুরের চার সহকারী কমিশনার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অসহায় ও দরিদ্র মানুষদের সহায়তার জন্য ব্যক্তিগত তহবিল থেকে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট তহবিলে ৫০ হাজার টাকা প্রদান করেছেন গাজীপুরে কর্মরত ৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের ৪ কর্মকর্তা (সহকারী কমিশনার)।

বুধবার অর্থ সহায়তা হিসেবে জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলামের হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন ৪ কর্মকর্তা। 

৩৭ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের ৪ কর্মকর্তা সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন।

সহায়তাকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার ওয়াসিউজ্জামান চৌধুরী (মিডিয়া ও রিসার্চ সেল, জেনারেল সার্টিফিকেট শাখা), উম্মে হাবিবা ফারজানা আইসিটি ও শিক্ষা কল্যাণ শাখা, মোস্তফা আব্দুল্লাহ আল-নূর (ট্রেজারি শাখা,গোপনীয় শাখা) এবং মনিষা রানী কর্মকার (লাইব্রেরী শাখা,জে.এম. শাখা,প্রবাসী কল্যাণ শাখা)।

সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button