সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১২, মৃত বেড়ে ২১
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ১ জনের।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মহাখালী থেকে অনলাইন ব্রিফিংয়ে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। নতুন ১১২জন আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন। মৃত্যু বেড়ে হয়েছে ২১।
এসময় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে আক্রান্তের সংখ্যা অনেক কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে।।