শ্রীপুরের ইয়াবা ব্যবসায়ী শহিদুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের ইয়াবা ব্যবসায়ী শহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম বেড়াইদেরচালা গ্রামের মনির উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় অভিযান পরিচালনা করে ১০৮ পিস ইয়াবাসহ শহিদুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার শহিদুলকে কারাগারে পাঠানো হয়েছে।