শাহাবুদ্দিন মেডিকেল কলেজও দিয়েছে করোনার জাল রিপোর্ট
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও নমুনা পরীক্ষা না করেই জাল রিপোর্ট দেওয়ার প্রমাণ পেয়েছে র্যাব। এছাড়াও প্রতিষ্ঠানটিতে অননুমোদিত টেস্ট কিট পেয়েছে র্যাব।
রবিবার (১৯ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যৌথভাবে অভিযান র্যাব ও স্বাস্থ্য অধিদফতর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘হাসপাতালগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। আমরা হাসপাতালের বিভিন্ন সেবা প্রক্রিয়া, অসঙ্গতি ও কাগজপত্র চেক করছি। সবকিছু ঠিক রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে।’