কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ যুবক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ ও সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ পাঁচ যুবক নিহত হয়েছেন। এদের সকলেই মাদক কারবারি চক্রের সদস্য উল্লেখ করে পুলিশ দাবি করেছে, নিজেদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তারা প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই)  ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী ও সদরের সমুদ্র সৈকত এলাকার কবিতা চত্বরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া এলাকার মো. ইসমাইল (২৫), হোয়াইক্যং আমতলী এলাকার আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার আবদুস সালামের ছেলে মো. নাছির (২৩) ও পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে আনোয়ার (২৪)। এখনো অপর একজনের নাম জানাতে পারেনি পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘টেকনাফের খারাংখালী এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।’

তিনি জানান, এর এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই সময়ে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর এলাকা থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি ও ১০০ পিস ইয়াবা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button