কন্যার নিজের ব্যয় বেড়েছে, কুম্ভর চরিত্রে বদনাম রটতে পারে
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : বাড়িতে নতুন বন্ধুর আগমন হবে। মায়ের ডায়াবেটিস বাড়তে পারে। ঠান্ডাজনিত রোগভয় আছে।
বৃষ : বিদেশ ভ্রমণ যোগ আছে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। আয় থেকে ব্যয় বাড়বে।
মিথুন : আয় বাড়বে। সংসারের শান্তি বজায় থাকবে। অর্থ সঞ্চয় যোগ আছে।
কর্কট : যৌনরোগ আক্রমণ করবে। বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা বাড়বে। বিদেশ ভ্রমণ শুভ।
সিংহ : মানসিক শক্তি বৃদ্ধি পেলেও রক্তচাপ সমস্যা করবে। দূরদেশ ভ্রমণ যোগ আছে। আয় সন্তোষজনক।
কন্যা : মানসিক বল বাড়লেও অলসতা বেড়েছে। নিজের ব্যয় বেড়েছে। স্ত্রীর আয় বৃদ্ধির যোগ আছে।
তুলা : কাজের জন্য বিদেশ গমন হবে। খাদ্য ও যানবাহনের ব্যবসা ভালো হবে। স্ত্রীর বিদেশ গমন যোগ আছে।
বৃশ্চিক : ঠান্ডা ও যৌনব্যাধি বাড়বে। প্রেমের আশা পূরণ হবে। আয়ও বাড়তে পারে।
ধনু : মনের জোর এখনো বাড়েনি। স্ত্রীর আয় বাড়বে। সন্তানের বিদেশযাত্রা যোগ আছে।
মকর : চর্ম ও যৌনরোগ বৃদ্ধি হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। স্ত্রী ডায়াবেটিসে কষ্ট পাবে।
কুম্ভ : যৌনরোগে কষ্ট বাড়বে। চরিত্রে বদনাম রটতে পারে। স্বল্প ভ্রমণ শুভ হবে।
মীন : আয় বাড়বে। সংসারে শান্তি বাড়বে। প্রেমে কৃতকার্য আসবে।