শীঘ্রই আসছে আবিরের ‘মেয়ে তুই মিছামিছি মায়ায় জড়ায়লি’ ভিডিও
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : শীঘ্রই ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে আসছে তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী আবিরের ‘মেয়ে তুই মিছামিছি মায়ায় জড়ায়লি’ মিউজিক ভিডিও।
গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই এবং মিউজিক করেছেন জনি।
গানটির মিউজিক ভিডিও’র শুটিং শেষ হয়েছে।
সিডি চয়েস মিউজিক টিমের পরিচালনায় ‘মেয়ে তুই মিছামিছি মায়ায় জড়ায়লি’ গানের ভিডিও’তে মডেলিং করেছেন প্রিন্স ও সানজু।
আবির বলেন, এই গানটি’নিয়ে আমি অনেক আশাবাদী। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। গানের কথা, সুর ও কম্পোজিশন সবকিছুই দর্শক হৃদয়ে নাড়া দিবে বলে আমি বিশ্বাস করি। মিউজিক ভিডিওটিতে সিডি চয়েস মিউজিক টিমের প্রত্যেকটি সদস্য কঠোরভাবে পরিশ্রম করেছে। তাই উপর আল্লাহর কাছে দোয়া চাই যেন গানটি সফলতার মুখ দেখে।