কালীগঞ্জের ৬ ইউনিয়নে ভোট ১১ এপ্রিল: সীমানা সংক্রান্ত জটিলতায় নাগরী!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গোপন ব্যালটের মাধ্যমে আগামী ১১ এপ্রিল কালীগঞ্জের ৬ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সীমানা সংক্রান্ত জটিলতায় নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচন এখনই হচ্ছে না।
নির্বাচন কমিশন বুধবার (৩ মার্চ) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ, প্রার্থী বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।
আগামী ১১ এপ্রিল কালীগঞ্জের তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া বাহাদুরসাদী জমালপুর এবং মুক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য : ২০২০ সালের ২০ অক্টোবর (মঙ্গলবার) নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীকে ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আরো জানতে…….
নাগরী উপনির্বাচন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলি ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী
নাগরী উপনির্বাচন: ‘রাতে সিল মারা ঠেকাতে’ কেন্দ্রে ব্যালট যাবে ভোরে, পাঁচ ম্যাজিস্ট্রেট নিয়োগ
নাগরী উপনির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
নাগরী উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার তিন নেতা
নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আটজন
নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ২০ অক্টোবর
নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়ার ইন্তেকাল