কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার উত্তর বালীগাঁও এলাকায় সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকত দলের সদস্যরা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
রোববার (৬ জুন) ভোর রাতে এ ঘটনা ঘটেছে।
সিরাজুল ইসলাম কালীগঞ্জ পৌরসভার উত্তর বালীগাঁও এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে। তিনি ইট-বালু সাপ্লাই-এর ব্যবসা করেন।
সিরাজুল ইসলাম বলেন, শনিবার দিনের বেলা মালামাল বিক্রির প্রায় দেড় লাখ টাকা বাড়ির আলমিরাতে রেখে আমি শশুর বাড়িতে বেড়াতে যাই। বাড়িতে আমার বৃদ্ধ মা (৬৫) ও প্রবাসী ছোট ভাই ফাইজুল ইসলামের স্ত্রী (২৫) ছিলেন। রোববার ভোর রাত অনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ১০-১৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত আমাদের বাড়িতে হানা দেয়। তাদের মধ্যে ৬-৭ জন কাঠের দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে মা ও ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ভেঙ্গে ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে। এছাড়াও আমার মা ও ছোট ভাইয়ের স্ত্রী পড়নে থাকা স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ও দুইটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকত দলের সদস্যরা। ডাকাত দলের বাকি সদস্যরা বাহিরে অবস্থান করেছিল। সকলে মুখোশ পরিহিত অবস্থায় ছিল। বিষয়টি রাতেই মোবাইল ফোনে জানতে পেরে আমি থানায় জানালে ঘটনার অল্প কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে দিনের বেলায় কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় সন্ধ্যায় আমি নিজে বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছি।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন বলেন, ”ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত শুরু হয়েছে। ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য থানায় এজাহার দায়ের করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”