কালীগঞ্জে যুবলীগের সভাপতিকে অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা, ছবি ভাইরাল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে। হামলার সময় অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতার ছবি ভাইরাল হয়েছে।
রোববার (২০ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন।
এছাড়াও এস এম আলমগীর হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন। প্রকাশিত ছবিতে অস্ত্র হাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বরুণকে।
আলমগীর হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, ”সম্মানিত কালীগঞ্জবাসী আজকে আমার সাথে যা ঘঠেছে তা আপনারা নিশ্চই অবগত আছেন।
আমার কি অপরাধ ছিল..?
কেন আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা..?
কার নির্দেশে চিহ্নিত অশ্রধারী বরুন আর সাইফুল আমার উপরে বর্বরচিত হামলা করল ..?
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও গাজীপুর জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েও আমার মনোয়ন ছিনিয়ে নেওয়া হয়। আমার রাজনৈতিক অভিভাবক কালীগঞ্জের শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি এম,পি আপার নির্দেশে জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নৌকার পক্ষে কাজ করেও কেন আজ আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হলো..?
আমি বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি করি এটাই আমার অপরাধ..?”
https://www.facebook.com/permalink.php?story_fbid=258175022743079&id=100056517506159
অভিযুক্ত আসাদুজ্জামান বরুণ জামালপুর এলাকার মৃত আরমানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক। অপর অভিযুক্ত সাইফুল ইসলাম উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে গোল্লারটেক এলাকায় উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেনের সঙ্গে সংঘাতে জড়ায় উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বরুণ ও উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। সে সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, আসাদুজ্জামান বরুণ ও সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপুরে ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে অস্ত্রসহ আসাদুজ্জামান বরুণকে আটক করা হয়।
বর্তমানে আসাদুজ্জামান বরুণকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
এ সংক্রান্ত আরো জানতে…………..
কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা বরুণ আটক: অস্ত্র উদ্ধার