গাজীপুরে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, শনাক্ত আরও ৫৫ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৫ জনের।

শনিবার (২৬ জুন) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৩১৯ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো ৫৫ জনের। এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ হাজার ২৭৫ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১২ হাজার ৩২৩ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ২৩২ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৭১৯ জন।”

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৩৯ জন, কাপাসিয়ায় ৯ জন, কালীগঞ্জে ৫ জন এবং কালিয়াকৈরে ২ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ৬৬ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৩৪৮ জন, কালিয়াকৈরে ১ হাজার ২৫০ জন, কালীগঞ্জে ৮৭৬ জন এবং কাপাসিয়ায় ৭৮৩ জন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button