কালীগঞ্জে “কঠোর বিধি-নিষেধ” অমান্য: পাঁচ জনকে জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চলমান “কঠোর বিধি-নিষেধ” অমান্য করার দায়ে পাঁচ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৩ জুলাই) দিনব্যাপী অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান “কঠোর বিধি-নিষেধ” সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকা, কালীগঞ্জ বাজার, মূলগাঁও প্রাণ-আরএফএল কোম্পানি সংলগ্ন এলাকা, ঘোড়াশাল ফেরিঘাটসহ বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে “সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮” এর ২৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ জনকে মোট ২ হাজার ১,শ টাকা জরিমানা করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।