গাজীপুরে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৬ জন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত চব্বিশ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১৩৬ জনের। শতকরা হিসেবে নমুনার ৩১ দশমিক ১২ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
শনিবার (১০ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সর্বোচ্চ ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ১৩৬ জন। এ সময়ে মৃত্যু হয় আরও ৩ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ৯৪ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৯৩২ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৬০৩ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১০২ জন এবং শ্রীপুরে ৩৪ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ৯৫৪ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৬১৯ জন, কালিয়াকৈরে ১ হাজার ৫১৮ জন, কালীগঞ্জে ৯৩৬ জন এবং কাপাসিয়ায় ৯০৫ জন।”