ঢাকায় পৌঁছেছে মডার্নার আরও ৩০ লাখ টিকা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও মডার্নার ৩০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মডার্নার টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩ জুলাই কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে।
দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে মডার্নার এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ওইদিন পর্যন্ত ২০ লাখ ৫ হাজার ৯০৩ জনকে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।