কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানায় আটকে থাকা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে কচুরিপানায় আটকে থাকা অজ্ঞাত(৩৫) এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার পৌরসভার ঘোনপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মিয়া বলেন, ঘোনপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে কচুরিপানায় আটকে থাকা একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অর্ধ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি চার-পাঁচ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরনে সবুজ রঙের ফুল শার্ট ও প্রিন্টের লুঙ্গি রয়েছে।
তিনি আরো বলেন, নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আরো জানতে……