গাজীপুরে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ২৮২ জন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আরো ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, ”গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১০৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ২৮২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ১১ হাজার ৮১৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ২০ হাজার ৪৮৪ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৬৭ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১৪৭ জন, শ্রীপুরে ৫২ জন, কাপাসিয়ায় ৩২ জন, কালিয়াকৈরে ৩১ জন এবং কালীগঞ্জে ২০ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১২ হাজার ৩৯৩ জন। এছাড়াও শ্রীপুরে ২৬৪৪ জন, কালিয়াকৈরে ২০৬২ জন, কাপাসিয়ায় ১৮৮০ জন এবং কালীগঞ্জে ১৫০৫ জন।”