গাজীপুরে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট মৃত্যু ৪০৬
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৪০৬ জনে। এই সময়ে শনাক্ত হয়েছে আরো ২৩৮ জনের।
বুধবার (১১ আগস্ট) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৭ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল সে সময়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, ”গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৯৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ২৩৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ১২ হাজার ৫৪৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ২০ হাজার ৭২২ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৪০৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৮৩ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১৩১ জন, শ্রীপুরে ৫০ জন, কাপাসিয়ায় ২৩ জন, কালিয়াকৈরে ১৭ জন এবং কালীগঞ্জে ১৭ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১২ হাজার ৫২৪ জন। এছাড়াও শ্রীপুরে ২৬৯৪ জন, কালিয়াকৈরে ২০৭৯ জন, কাপাসিয়ায় ১৯০৩ জন এবং কালীগঞ্জে ১৫২২ জন।”