বৃশ্চিক অবৈধ অর্থোপার্জনের প্রলোভনে পড়বেন, সফলতার মুখ দেখবেন কুম্ভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) এ-সপ্তাহে অষ্টম পতিগ্রহ মেষ রাশির জাতকের লগ্নে অবস্থান করার ফলে প্রিয় কোনো বস্তু বা মূল্যবান অলঙ্কার খোয়া যাওয়ার সম্ভাবনা।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) ‘এক রাশ্যাদি যোগেতু নাড়ীদোষো ন বিদ্যতে।’ জাতক বর ও কন্যার রাশি এক হলে স্বামী দীর্ঘজীবী হয়ে থাকে।
মিথুন (২১ মে-২০ জুন) পুরুষ-মহিলা নির্বিশেষে মঙ্গল ও শুক্র গ্রহের ফেরে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ সুনাম অর্জন করবেন। পত্নীর কারণে কষ্ট পেয়ে থাকেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) জন্মকুণ্ডলির রাহু কেন্দ্রে শুভস্থানগত হওয়াতে নাবালক পুত্রের ভবিষ্যৎ ভেবে পরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্য অর্থ বা জায়গাজমি দান করবেন।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) অক্ষাংশে রাহু গ্রহের সঠিক কাল নির্ণয়ে এ সপ্তাহে অন্যের প্ররোচনায় অতি উৎসাহিত হয়ে কোনো ব্যবসায় লগ্নি করলে লাভ হতে পারে।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) বুধ সপ্তমে অবস্থান করায় প্রতারণাপূর্ণ কোনো কাজে না জড়ানোই ভালো। বিত্তশালী ব্যক্তির পরামর্শে সহজে অর্থলাভের প্রলোভনে সাড়া দেবেন না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) লগ্নের সপ্তমে রবি গ্রহের অবস্থানের ফলে সৌভাগ্যের সম্মুখীন হবেন। পরিবারের প্রবীণ কোনো সদস্যের দেহান্তের ফলে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) নারী-পুরুষ নির্বিশেষে অবৈধ পথে অর্থোপার্জনে বন্ধু দ্বারা প্রলোভনে পড়তে পারেন। অন্যায়ভাবে অর্থলাভ আখেরে বিপদ ডেকে আনে।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) অয়নাংশের নব্বই ভাগ বিচারে-শোধিত লগ্নমানের ফলে ওজ ও বিষম রাশির জাতকের আসন্ন বিদেশ গমন শুভ। স্ত্রী-ভাগ্যে অর্থোপার্জনের সম্ভাবনা রয়েছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জাতক-জাতিকার কোষ্ঠী বিচারে প্রতীয়মান হয় যে, এ-সপ্তাহটা নানা ঝঞ্ঝাটের মাঝে অতিক্রান্ত হবে। পুত্র-কন্যার শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) চক্রাঙ্কন প্রণালি সঠিকরূপে ধাপে ধাপে বিচার করে দেখা যায়, জন্মলগ্নে রবি যে নক্ষত্রে অবস্থান করেছে তার প্রভাবে এ সপ্তাহটা সফলতার মুখ দেখবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) লগ্ন নির্ণয় ও ষন্মাড়ী চক্রের বিচারে তারা শুদ্ধির ফলে এ সপ্তাহটা শারীরিক কষ্টে পতিত হতে পারেন। দুর্ঘটনার যোগ রয়েছে।