মোগরখাল থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের মোগরখাল এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতার দু’জন হলো: কক্সবাজারের টেকনাফ থানার পূর্ব রঙ্গীখালী এলাকার কবির আহমদের ছেলে নূর মোহাম্মদ (৩৯) এবং টঙ্গী পশ্চিম থানার শিকদার মার্কেট পূর্বপাড়া এলাকার মৃত বাশার মিয়ার ছেলে মো রিদয় (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির মোগরখাল (কলম্বীয়া) এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করে বাসন থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা, একটি এনআইডি কার্ড এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।