অবিবাহিতরা সাবধান, রূপের কারণে বিড়ম্বনায় পড়বেন মিথুন
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : হবে কি হবে না এই দোদুল্যমানতায় অনেক সময় ভালো সুযোগও হাতছাড়া হয়ে যায়। দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে সিদ্ধান্ত নিন সফলতা আসবে।
বৃষ : এ সপ্তাহটা বৃষ রাশির জাতকের জন্য বিব্রতকর। খুব কাছের মানুষের দ্বিচারিতা প্রকাশ পেয়ে যাবে। মানসিকভাবে প্রস্তুত থাকুন। ধৈর্যচ্যুত হবেন না।
মিথুন : জাতক সাধারণত সুন্দর বা সুন্দরী হন। এ সপ্তাহটা আপনার রূপের কারণে বিড়ম্বনায় পড়বেন। অবিবাহিতরা সাবধানে চলাফেরা করবেন।
কর্কট : এ সপ্তাহটায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দূরের যাত্রা শুভ নয়। পারতপক্ষে যেকোনো ধরনের ভ্রমণ পরিহার করাই শ্রেয়। সাবধানতা অবলম্বন করবেন।
সিংহ : বনের রাজা সিংহও কখনো ক্ষুদে নেংটি ইঁদুরের সাহায্যে বিপদ থেকে রক্ষা পান। সমাজের ক্ষুদ্র কোনো ব্যক্তির সাহায্যে বিপদ থেকে রক্ষা পাবেন।
কন্যা : জাততকের এ সপ্তাহে ব্যবসা ও প্রেমের ক্ষেত্রে বিশেষ সাফল্যের সংযোগ রয়েছে। অবিবাহিতরা আবেগে গা ভাসাবেন না। বাস্তবতা মেনে চলুন।
তুলা : জাতকের এ সপ্তাহটা বেশ ঝামেলাপূর্ণ। হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন যে পুলিশের সহায়তার প্রয়োজন হতে পারে।
বৃশ্চিক : দৈত্যকুলে প্রহ্লাদের মতো বৃশ্চিকের নিকট কোনো আত্মীয় তার ক্ষতি করায় সচেষ্ট হবে। ব্যাংকের চেক বই বা মূল্যবান স্বর্ণালঙ্কার সাবধানে রাখুন।
ধনু : অযথা পুরনো ব্যথা পুষে রেখে লাভ কী? জীর্ণ পুরনোকে ঝেড়ে ফেলে নব আনন্দে জেগে উঠুন। নতুনের ডাকে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
মকর : জাতককে প্রতিটি কাজেই জিততে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় হেরেও জিতে যাওয়া যায়। পারিবারিক বিষয়ে একটু নমনীয় হোন।
কুম্ভ : আবেগপ্রবণ জাতক শিল্প-সাহিত্যে কাজ করে অপার আনন্দ পান। তবে এ সপ্তাহে জাগতিক বিষয়ে আপনার অর্থ লাভের সুযোগ রয়েছে।
মীন : কৃপণতা ভবিষ্যতের সঞ্চয়ের জন্য বিশেষরূপে কাম্য। কিন্তু বেশি কৃপণতা করতে গিয়ে অনেক সময় আরাধ্য জিনিসটি হাতছাড়া হতে পারে।