বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের দক্ষিণ সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ছাত্রাবাসের জন্য নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে ফরহাদ হোসেন (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে ভবন থেকে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়।

নিহত ফরহাদ হোসেন নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের রহিম ইসলামের ছেলে। তিনি ওই ভবনে রডমিস্ত্রীর কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফরহাদ পেশায় একজন রডমিস্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন নতুন ছাত্রাবাসের অষ্টম তলায় সাটারিংয়ের কাজ করার সময় ফরহাদ পা পিছলে নিচে পড়ে যান।

এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button