আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা বিস্ফোরণ, হতাহতের শঙ্কা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : তালেবান শাসিত আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে নানগারহার প্রদেশের আচিন জেলার স্পিন গার এলাকার একটি মসজিদে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও তালেবান সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জুমার নামাজের সময়ই মসজিদের ভেতর এই বিস্ফোরণ ঘটে। হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে এএফপি বলেছে, অন্তত তিনজন নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্য ভিত্তিক আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করে জানিয়েছে, তারা এটি যাচাই করে উঠতে পারেননি। তবে ইমামসহ ১২ জনের মতো আহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র ক্বারি হানিফ বার্তা সংস্থা এপিকে বলেন, বোমাটি মসজিদে আগে থেকেই ছিল।

আতাল শিনওয়ারি নামে স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মসজিদের ভেতরে এই বিস্ফোরণ ঘটে। এলাকার অন্য বাসিন্দারাও একই কথা বলেছেন।

এ বছরের আগস্টে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যায়। তার কিছুদিনের মধ্যেই কাবুলের পতন ঘটে। ক্ষমতায় আসে তালেবানরা। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই মসজিদের বোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটে।

এর আগে কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট তথা আইএস খোরাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button